জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল
ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। ফাইনালে তারা খেলবে গায়না আমাজন ওরিয়র্সের বিপক্ষে। সাকিব এবং আন্দ্রে রাসেলের নৈপুন্যেই মূলত ফাইনাল নিশ্চিত করলো জ্যামাইকা।
ত্রিনবাগে নাইট রাইডার্সের বিপক্ষে ২৩ বলে ১৯ রান করেন সাকিব। তার রান আরো বেশি হতে পারতো। কিন্তু ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করা আন্দ্রে রাসেলকে বেশি বেশি স্ট্রাইক দিয়ে রানের চাকা দ্রুততর রাখার স্বার্থেই ইনিংসটাকে আরো বড় করতে পারেননি সাকিব।
পরে বল হাতে দুই ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সাকিবের ব্যাটে বলে দারুণ খেলার দিনে তার চেয়েও উজ্জ্বল ছিলেন রাসেল। তিনি তুলে নেন সেঞ্চুরি। এই ম্যাচটি ছিলো সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। যাতে সাকিবদের কাছে বৃষ্টি আইনে ত্রিনবাগো হেরেছে ১৯ রানে।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেলের সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রান করেন সাকিবরা। শুরুতেই ঝড় তুলেন গেইল। তবে ২৬ বলে ৩৫ রানের ইনিংসটি আর বড় করতে পারেননি তিনি।
সাকিব নেমে আন্দ্রে রাসেলের সঙ্গে গড়েন ১০০ রানের জুটি। যা জ্যামাইকাকে ২০০ ছোঁয়া ইনিংস এনে দেয়। রাসেল ৪৪ বলে ১১টি ছয় ও তিনটি চারে ১০০ রান করেন।
ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যেই বৃষ্টির বাধায় পড়ে ত্রিনবাগো। বৃষ্টি শেষে ব্যাটিংয়ে নেমে আরো একবার বৃষ্টি তাদের ফাইনালে উঠার স্বপ্নে বাধ সাধে। শেষ দুই ওভারে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। এই রান তারা নিতে পারেনি। এর মধ্যে এক ওভার সাকিব করেন।
তিনি ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এর মধ্যে আছে বিপদজ্জনক ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটও। বৃষ্টি আইনে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়িয়েছিলো ১৩০ রান। কিন্তু ১১০ করেই শেষ হয় তাদের ইনিংস।
No comments:
Post a Comment