‘নতুন জঙ্গি সংগঠনের’ পাঁচজনকে গ্রেপ্তার"
রাজধানীর হাজারী বাগ এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয় কারীসহ পাঁচ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নতুন জঙ্গি সংগঠ নের নাম আল আনসার,র্যাবের দাবি,। র্যাবের অভি যানে সং গঠন টির প্রধান সমন্বয় কারী মাওলানা মো. রাশেদুল আলম সহ পাঁচ সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
No comments:
Post a Comment