Thursday, August 4, 2016

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন



অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে শটগান দিয়ে নিজের বন্ধুকে খুন করেছেন ২০ বছর বয়সী এক যুবক। বিবিসি জানায়, মেলবোর্নের উত্তরে কিছু বন্ধু মিলে একটি হোটেলে থাকা অবস্থায় ছবি তুলতে যায়। এ সময় গুলিসহ বন্দুক নিয়ে ছবি তুলতে গিয়ে আলবার্ট রাপোভস্কি (২০) নামের এক যুবক তার বন্ধুর মুখে গুলি করে বসে।
আদালত সূত্র জানায়, ৫ মার্চ বন্ধুকে খুন করার পর আলবার্ট চিৎকার করে বলতে থাকে, আমি মো কে খুন করে ফেলেছি। তার আগের রাতে বন্ধুরা তাকে বন্দুক থেকে গুলি বের করে রাখতে বললেও সে শোনেনি। পরবর্তীতে সে তার বন্ধুকে গুলি করার পর সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাভেল এজেন্সিতে থাকা তার অপর এক বন্ধুর সহায়তায় মেসিডোনিয়া পালিয়ে যাবার চেষ্টা করে সে। পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে

No comments:

Post a Comment

News Update Covid-19