Thursday, August 18, 2016

অনুমতি পেয়েই দেরি করেননি আশরাফুল

অনুমতি পেয়েই দেরি করেননি আশরাফুল



ফিক্সিংয়ের সাজা থেকে মুক্তি পেয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষা করছেন মোহাম্মদ আশরাফুল। তবে ক্রিকেটে ফিরতে হলে তার বিসিবির আওতায় আসতেই হবে!

একাডেমি মাঠ, জিম এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে বিসিবির কাছে আবেদন করেছিলেন আশরাফুল। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের আবেদনে সাড়া দিয়েছে বিসিবিও। বিসিবির সুযোগ সুবিধার অনুমতি পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি আশরাফুল।

বৃহস্পতি বার ই নেটে নেমে পড়েছেন ডান হাতি এ ব্যাটস ম্যান। সকালে বিসিবির ইনডোরে দীর্ঘ ক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে। তিন বছর পাঁচ মাস পর ইন ডোরে ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা আশরাফুল নিজেই তা মনে করিয়ে দিলেন, ‘তিন বছর পাঁচ মাস পর এখানে অনুীশলন করছি। আজ খুব ভালো লাগছে দ্বিতীয় সুযোগ পেয়ে।  জীবনের বাকিটা সময় যেন ভালোভাবে কাটাতে পারি সেই লক্ষ্য নিয়ে আজ যাত্রা শুরু করেছি।’

ক্যারিয়ারে দ্বিতীয় সুযোগ পেয়ে আশরাফুল উচ্ছ্বসিত। অবসরে যাওয়ার আগে বাকিটা সময় এখানেই কাটাতে চান। নিজের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে চান অ্যাশ। দীর্ঘদিন পর বোলিং মেশিনে অনুশীলন করলেও নিয়মিত ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল।

 তার ভাষ্য, ‘শেষ তিন বছর আমি নিজে নিজে অনুশীলন করেছি। আমার ওয়াহিদ স্যারের (ওয়াহিদুল হক গনি) কাছে, ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কাছে। এখানে এখন সুযোগ পেয়েছি। এখানকার কোচিং স্টাফ, ট্রেনারদের কাছ থেকেও সাহায্য পাব। তিন বছর খেলার বাইরে থাকার পরও যে সাপোর্ট পেয়েছি আমার ভক্ত, পরিবার, বন্ধু-বান্ধব ও কাছের মানুষের কাছে..তাদের জন্য হলেও আমি দেশকে কিছু দিতে চাই। এটার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন আমি সেটা করব।’

Saturday, August 6, 2016

জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল

জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল



ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। ফাইনালে তারা খেলবে গায়না আমাজন ওরিয়র্সের বিপক্ষে। সাকিব এবং আন্দ্রে রাসেলের নৈপুন্যেই মূলত ফাইনাল নিশ্চিত করলো জ্যামাইকা।


ত্রিনবাগে নাইট রাইডার্সের বিপক্ষে ২৩ বলে ১৯ রান করেন সাকিব। তার রান আরো বেশি হতে পারতো। কিন্তু ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করা আন্দ্রে রাসেলকে বেশি বেশি স্ট্রাইক দিয়ে রানের চাকা দ্রুততর রাখার স্বার্থেই ইনিংসটাকে আরো বড় করতে পারেননি সাকিব।

পরে বল হাতে দুই ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সাকিবের ব্যাটে বলে দারুণ খেলার দিনে তার চেয়েও উজ্জ্বল ছিলেন রাসেল। তিনি তুলে নেন সেঞ্চুরি। এই ম্যাচটি ছিলো সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। যাতে সাকিবদের কাছে বৃষ্টি আইনে ত্রিনবাগো হেরেছে ১৯ রানে।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেলের সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রান করেন সাকিবরা। শুরুতেই ঝড় তুলেন গেইল। তবে ২৬ বলে ৩৫ রানের ইনিংসটি আর বড় করতে পারেননি তিনি।

সাকিব নেমে আন্দ্রে রাসেলের সঙ্গে গড়েন ১০০ রানের জুটি। যা জ্যামাইকাকে ২০০ ছোঁয়া ইনিংস এনে দেয়। রাসেল ৪৪ বলে ১১টি ছয় ও তিনটি চারে ১০০ রান করেন।

ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যেই বৃষ্টির বাধায় পড়ে ত্রিনবাগো। বৃষ্টি শেষে ব্যাটিংয়ে নেমে আরো একবার বৃষ্টি তাদের ফাইনালে উঠার স্বপ্নে বাধ সাধে। শেষ দুই ওভারে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। এই রান তারা নিতে পারেনি। এর মধ্যে এক ওভার সাকিব করেন।

তিনি ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এর মধ্যে আছে বিপদজ্জনক ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটও। বৃষ্টি আইনে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়িয়েছিলো ১৩০ রান। কিন্তু ১১০ করেই শেষ হয় তাদের ইনিংস।

জনসভা থেকে জলোচ্ছ্বাসদুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু

জনসভা থেকে জলোচ্ছ্বাসদুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৩ পর্যন্ত ৭ বার পিরোজপুরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এলেও নিভৃত পল্লী মাটিভাঙ্গার বিশাল জনসভার খবরটি অনেকটাই স্মৃতির আড়ালে চলে গেছে। ১৯৭০ সালের ১৪ নভেম্বর সে সময়ের পিরোজপুর মহাকুমার নাজিরপুর থানার মাটিভাঙ্গা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ি থেকে অনতি দূরে মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই কলেজের মাঠে সেদিন তিল ধারণের ঠাঁই ছিল না। সে অঞ্চলে তখন রাস্তা ঘাট না থাকলেও পায়ে হেঁটে নৌকায় চড়ে লাখো জনতা জনসভা স্থলে উপস্থিত হয়েছিল। মাটিভাঙ্গা অঞ্চলের নারীরা ইতিপূর্বে কোন রাজনৈতিক সভায় না গেলেও সেদিন হাজার হাজার নারী তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য জনসভা মাঠে উপস্থিত হয়েছেন।

বঙ্গবন্ধু বাড়ি থেকে স্পীড বোটে চড়ে মধুমতি নদী পাড়ি দিয়ে বলেশ্বর নদের কলেজ ঘাটে নেমে সফর সঙ্গীদের নিয়ে জনসভার মঞ্চে আরোহন করেন। এ সময় জনতা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু গগণ বিদারী স্লোগানে সমগ্র এলাকা মুখরিত করে তোলে। নাজিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় নাজিরপুর-স্বরূপকাঠী-বানারিপাড়া থানা নিয়ে গঠিত পাকিস্তান জাতীয় পরিষদের এ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেরে বাংলার পুত্র একে ফয়জুল হক, নাজিরপুর-বানারিপাড়া থানা নির্বাচনী এলাকার প্রাদেশিক পরিষদ প্রার্থী ডা. ক্ষীতিশ চন্দ্র মন্ডল, পিরোজপুর মহাকুমা আওয়ামী লীগের সভাপতি এবং পিরোজপুর কাউখালী-ভান্ডারিয়া-কাঠালিয়া আসনের জাতীয় পরিষদ প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন খান নাজিরপুর থানা আওয়ামী লীগের সম্পাদক নিখিল রঞ্জন হালদার এবং বঙ্গবন্ধুর সফর সঙ্গীদের মধ্য হতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কাজী নুর উদ্দিন বক্তব্য রাখেন।

Thursday, August 4, 2016

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন



অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে শটগান দিয়ে নিজের বন্ধুকে খুন করেছেন ২০ বছর বয়সী এক যুবক। বিবিসি জানায়, মেলবোর্নের উত্তরে কিছু বন্ধু মিলে একটি হোটেলে থাকা অবস্থায় ছবি তুলতে যায়। এ সময় গুলিসহ বন্দুক নিয়ে ছবি তুলতে গিয়ে আলবার্ট রাপোভস্কি (২০) নামের এক যুবক তার বন্ধুর মুখে গুলি করে বসে।
আদালত সূত্র জানায়, ৫ মার্চ বন্ধুকে খুন করার পর আলবার্ট চিৎকার করে বলতে থাকে, আমি মো কে খুন করে ফেলেছি। তার আগের রাতে বন্ধুরা তাকে বন্দুক থেকে গুলি বের করে রাখতে বললেও সে শোনেনি। পরবর্তীতে সে তার বন্ধুকে গুলি করার পর সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাভেল এজেন্সিতে থাকা তার অপর এক বন্ধুর সহায়তায় মেসিডোনিয়া পালিয়ে যাবার চেষ্টা করে সে। পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে

নর্থ সাউথ ইউনিভার্সিটির অপহৃত প্রাক্তন শিক্ষার্থী আকিবের সন্ধান

নর্থ সাউথ ইউনিভার্সিটির অপহৃত প্রাক্তন শিক্ষার্থী আকিবের সন্ধান


চট্টগ্রামে অপহৃত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র জুনায়েদ হোসেন আকিবের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে এ খবর নিশ্চিত করেছেন আকিবের ভগ্নিপতি রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদ। আকিব খাগড়াছড়ি-৩ আসনের বিএনপিদলীয় প্রাক্তন সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার বড় ভাইয়ের ছেলে।

বুধবার গভীর রাতে আকিব তার মাকে ফোন করে জানিয়েছেন, তিনি ভালো আছে। রাতে অপহরণকারীরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ছেড়ে দিয়েছে। বর্তমানে আকিব ঢাকায় তার বন্ধুর বাসায় রয়েছেন।

প্রসঙ্গত, আকিবের পরিবারের দাবি- গত সোমবার বিকেলে আকিব গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে চট্টগ্রামের আগ্রাবাদে যান। আগ্রাবাদ থেকে ফিরে আসার সময় গরিবুল্লাহ শাহ মাজারের সামনে একটি পাজেরো গাড়ি তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে আকিবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়ির লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আকিবের কথা-কাটাকাটি হয়। (Collected)

Wednesday, August 3, 2016

Nationa University 1st year Results

National University Honours first Year communicating Result 2016

If you want to get result Click below.


ational University Honours first communicating Result 2016 are printed before long.  National University first year communicating result has been printed before long.

We have updated National University Honours first year communicating result 2016 here. National University Honours first year communicating result 2016 are found here once it's printed by National University.

‘নতুন জঙ্গি সংগঠনের’ পাঁচজনকে গ্রেপ্তার"





রাজধানীর হাজারী বাগ এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয় কারীসহ পাঁচ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 এই নতুন জঙ্গি সংগঠ নের নাম আল আনসার,র‍্যাবের দাবি,। র‍্যাবের অভি যানে সং গঠন টির প্রধান সমন্বয় কারী মাওলানা মো. রাশেদুল আলম সহ পাঁচ সদস্য কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

News Update Covid-19