Bangla BaS
Sunday, September 13, 2020
Saturday, May 5, 2018
এস এস সি ও সমমানে ১০ বোর্ডে পাসের হার ৭৭.৭৭ শতাংশ
রেজাল্টের জন্য এখানে ক্লিক করুন
দেশের ১০ শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফ কেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।
তবে এবার গতবারের চেয়ে জিপিএ ৫ বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন।
শিক্ষামন্ত্রী ফলাফলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৪০। গতবারের চেয়ে পাসের হার কিছুটা কম। গতবার এসএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২১ শতাংশ। তবে এসএসসিতে জিপিএ ৫ গতবারের চেয়ে বেড়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে এক লাখ ২ হাজার ৮৪৫ জন। যা গতবারের চেয়ে চার হাজার ৮৮১ জন বেশি।
অন্যদিকে এবার পাসের হার মাদ্রাসায় ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ
অন্যদিকে এবার পাসের হার মাদ্রাসায় ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ
SSC রেজাল্ট
এস এস সি ও সমমানের পরীক্ষার রেজাল্ট
সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য
এখানে ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার জন্য
|
রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয়েছে। আপনি কি এসএসসি ফলাফল ২০১৮ খুঁজছেন? আপনার এসএসসি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন। মার্কশিট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.
Tuesday, November 15, 2016
প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে সুর বদলালেন ওবামা
মা আগে বলতেন, এমন একটা বদমেজাজি লোক কোনো ভাবেই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। আর এখন বলছেন, হোয়াইট হাউসে গেলেই মেজাজ ঠিক হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের।
ক্ষমতা হস্তান্তর নিয়ে ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর সঙ্গে গত বৃহস্পতিবারই ওভাল অফিসে বৈঠক করেছিলেন বিদায়ী প্রেসি়ডেন্ট বারাক ওবামা। তারপর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন বিদায়ী প্রেসিডেন্ট। বললেন, ‘‘আপনারা তাকে একটা সুযোগ দিন। হোয়াইট হাউসের মধ্যেই মানুষকে জাগিয়ে তোলার একটা ক্ষমতা আছে। তাই আমার বিশ্বাস, পদমর্যাদা, দায়িত্ব আর বাস্তবের মুখোমুখি হলে নিয়ন্ত্রণে আসবে মেজাজও।’’ সবটাই ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা। ইঙ্গিত রয়েছে সমালোচনারও। তবু ওবামার সতর্ক শব্দ বাছাইয়ের অন্য মানে করছেন মার্কিন কূটনীতিকদের একাংশ। তাঁদের মতে, এ যেন ছোট ভাইকে সবটা বুঝিয়ে দিয়েই রিটায়ার করছেন বড়দা।
বড়দাই তো! প্রথম বার প্রেসি়ডেন্ট নির্বাচিত হয়ে, বুশ জমানা শেষ করে ২০০৯-এর ২০ জানুয়ারি হোয়াইট হাউসে এসেছিলেন বারাক ওবামা। চার বছর পরে রিপাবলিকান পদপ্রার্থী মিট রোমনিকে হারিয়ে আর এক বার। এ বার যাওয়ার পালা। ২০১৭-র ২০ জানুয়ারি ওভাল অফিসে পা রাখছেন ট্রাম্প। হোয়াইট হাউসের পুরনো চেয়ারে নতুন প্রেসিডেন্ট।
ভারতে বিপক্ষে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শচীন
ভারতের হয়ে ১৯৮৯ সালে শচীন টেন্ডুলকারের অভিষেক হয়। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভারতের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি। তবে কি জানেন, এই ক্রিকেট ঈশ্বর ভারতের বিপক্ষেই প্রথমে মাঠে নেমেছিলেন পাকিস্তান দলের হয়ে।
সেই সত্যকে মনে করিয়েছেন শচীন নিজেই। নিজের আত্মজীবনী 'Playing It My Way' তে তিনি জানিয়েছেন সেই দিনের কথা। ১৯৮৭ সালে পাকিস্তান দল খেলতে এসেছিল ভারতে। তখন শচীনের বয়স মাত্র ১৪ বছর। মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলছিল পাকিস্তান দল। জাভেদ মিয়াঁদাদ ও আবদুল কাদির লাঞ্চের সময় মাঠ ছেড়ে উঠে যান। পাকিস্তান অধিনায়ক ইমরান খান তখন শচীনকে ফিল্ডিং করতে নামিয়েছিলেন।
নিজের আত্মজীবনীতে শচীন জানিয়েছেন, আমি জানি না ইমরান খানের এইকথা মনে রয়েছে কিনা। তবে আমি পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছি। জাভেদ মিয়াঁদাদ ও আব্দুল কাদির মধ্যাহ্নভোজনের বিরতির পরপর মাঠ ছেড়ে বেরিয়ে গেলে অতিরিক্ত ফিল্ডার হিসাবে আমি পাকিস্তানের হয়ে সেদিন ফিল্ডিং করেছি। সেদিন পাকিস্তানের হয়ে এই দুই ক্রিকেটার মাঠ থেকে বেরিয়ে গেলে স্থানীয় দুই ক্রিকেটারকে ফিল্ডিংয়ের জন্য বেছে নেয়া হয়। তাদেরই একজন ছিলেন শচীন।
তিনি আরও জানিয়েছেন, কীভাবে একটুর জন্য কপিল দেবের ক্যাচ হাতছাড়া হয়েছিল তাঁর। শচীনের কথায়, সেদিন আমাকে ইমরান খান লং অনে ফিল্ডিং করতে পাঠায়। সেই ম্যাচে কপিলের ক্যাচ ওঠায় অনেকটা ছুটে গিয়েও আমি তা ধরতে পারিনি। আমাকে মিড অনে দাঁড় করালে সহজেই ক্যাচটা নিতে পারতাম আমি। তবে দূরে ফিল্ডিং করায় ক্যাচ ধরা সম্ভব হয়নি।
২৪ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে নিজের কাঁধে টেনে নিয়ে গিয়েছেন মুম্বইয়ের বাসিন্দা এই লিটল মাস্টার। শুধু ভারতীয় ক্রিকেট কেন, সারা বিশ্ব ক্রিকেটকে নিজের ব্যাটিং ও ব্যক্তিত্ব দিয়ে মোহিত করেছেন শচীন।
Sunday, September 4, 2016
এই তারকার দিনে আয় ১ কোটি
এই তারকার দিনে আয় ১ কোটি
ঢাকা: তিনি বলিউডের খিলাড়ি। শূন্য থেকে শুরু করে আজ পৌঁছে গিয়েছেন সাফল্যের সর্বোচ্চ চুড়ায়। প্রতি বছর মাস ঘুরার সাথে সাথে দিচ্ছেন হিটের পর হিট।
২০১৬ তে দিয়েছেন ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর মত সুপার হিট। অক্ষয় এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’-র শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে।
কিন্তু তার পারিশ্রমিক নিয়ে আলাদা করে খবর হল। সমস্ত বি-টাউনের আনাচে কানাচে খিলাড়ি-র পারিশ্রমিক নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা যদি সত্যি হয় তা হলে খানদেরকেও পেছনে ফেলে দিবে তিনি। শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ২’-র জন্য প্রতিদিন এক কোটি টাকা পারিশ্র মিক নিচ্ছেন অক্ষয়।
এও শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’-এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা!
বলিউড ইন্ডা স্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
পাকিস্তানে আদালতে আত্মঘাতী হামলা , নিহত ১৪
পাকিস্তানে আদালতে আত্মঘাতী হামলা, নিহত ১৪
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল শুক্রবার আদালত ও খ্রিষ্টান সম্প্রদায়ের আবাসে দুই সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ মোট ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
জামাতুল আহরার নামের একটি জঙ্গি সংগঠন দুটি হামলারই দায় স্বীকার করেছে। গত মাসে কোয়েটার হাসপাতালে যে হামলায় ৭৩ জন নিহত হন, তারও দায় স্বীকার করেছিল সংগঠনটি।
গতকাল দুপুরে পেশোয়ারের কাছের মারদান শহরে আদালত ভবনে আত্মঘাতী হামলায় হামলাকারীসহ কমপক্ষে ১৪ জন নিহত ও ৪১ জন আহত হন। আহত লোকজনের মধ্যে চারজন আইনজীবী ও পুলিশের তিনজন সদস্য রয়েছেন। এর আগে ভোরে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের সময় বন্দুকধারী চারজনই নিহত হয়। দুপক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে মারা যান আরও দুই বেসামরিক লোক।
জামাতুল আহরারের হামলায় কোয়েটার হাসপাতালে নিহত ৭৩ জনের বেশির ভাগই ছিলেন আইনজীবী। গত মাসের ওই হামলার পর আইনজীবী ও বিচারকেরা জামাতুল আহরারের নিশানায় রয়েছেন বলে জনমনে যে ধারণা তৈরি হয়, গতকাল আদালত ফটকে হামলার পর সেই ধারণা আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
মারদান জেলার পুলিশপ্রধান ফয়সাল শেহজাদ বলেন, দুপুরের দিকে একজন আত্মঘাতী হামলাকারী জেলা আদালতের ফটকের সামনে এসে গ্রেনেড ছুড়ে মারে। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করলে সে ফটক দিয়ে আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশের একজন সদস্য তাকে বাধা দেন ও গুলি করেন। গুলিবিদ্ধ হয়েও হামলাকারী আদালত ভবনের বাইরের দিকের এক কক্ষে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
ফয়সাল শেহজাদ বলেন, হামলাকারীর শরীরে আট কেজি বিস্ফোরক দ্রব্য ছিল। তিনি বলেন, পুলিশের ওই সদস্য হামলাকারীকে না ঠেকালে প্রাণহানির সংখ্যা আরও বাড়ত।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী ঢুকে পড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের শেষ পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়।
‘পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় চলমান জঙ্গিবিরোধী অভিযানে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং জঙ্গিরা চাপের মুখে রয়েছে’ বলে বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আসিম বাজওয়া বিবৃতি দেন। এর পরদিনই এই দুটি হামলার ঘটনা ঘটল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, জঙ্গিরা এখন পিছু হটছে। নিরস্ত্র মানুষের ওপর এই হামলা তাদের হতাশার বহিঃপ্রকাশ।
জামাতুল আহরার নামের একটি জঙ্গি সংগঠন দুটি হামলারই দায় স্বীকার করেছে। গত মাসে কোয়েটার হাসপাতালে যে হামলায় ৭৩ জন নিহত হন, তারও দায় স্বীকার করেছিল সংগঠনটি।
গতকাল দুপুরে পেশোয়ারের কাছের মারদান শহরে আদালত ভবনে আত্মঘাতী হামলায় হামলাকারীসহ কমপক্ষে ১৪ জন নিহত ও ৪১ জন আহত হন। আহত লোকজনের মধ্যে চারজন আইনজীবী ও পুলিশের তিনজন সদস্য রয়েছেন। এর আগে ভোরে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের সময় বন্দুকধারী চারজনই নিহত হয়। দুপক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে মারা যান আরও দুই বেসামরিক লোক।
জামাতুল আহরারের হামলায় কোয়েটার হাসপাতালে নিহত ৭৩ জনের বেশির ভাগই ছিলেন আইনজীবী। গত মাসের ওই হামলার পর আইনজীবী ও বিচারকেরা জামাতুল আহরারের নিশানায় রয়েছেন বলে জনমনে যে ধারণা তৈরি হয়, গতকাল আদালত ফটকে হামলার পর সেই ধারণা আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
মারদান জেলার পুলিশপ্রধান ফয়সাল শেহজাদ বলেন, দুপুরের দিকে একজন আত্মঘাতী হামলাকারী জেলা আদালতের ফটকের সামনে এসে গ্রেনেড ছুড়ে মারে। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করলে সে ফটক দিয়ে আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশের একজন সদস্য তাকে বাধা দেন ও গুলি করেন। গুলিবিদ্ধ হয়েও হামলাকারী আদালত ভবনের বাইরের দিকের এক কক্ষে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
ফয়সাল শেহজাদ বলেন, হামলাকারীর শরীরে আট কেজি বিস্ফোরক দ্রব্য ছিল। তিনি বলেন, পুলিশের ওই সদস্য হামলাকারীকে না ঠেকালে প্রাণহানির সংখ্যা আরও বাড়ত।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী ঢুকে পড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের শেষ পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়।
‘পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় চলমান জঙ্গিবিরোধী অভিযানে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং জঙ্গিরা চাপের মুখে রয়েছে’ বলে বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আসিম বাজওয়া বিবৃতি দেন। এর পরদিনই এই দুটি হামলার ঘটনা ঘটল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, জঙ্গিরা এখন পিছু হটছে। নিরস্ত্র মানুষের ওপর এই হামলা তাদের হতাশার বহিঃপ্রকাশ।
Subscribe to:
Posts (Atom)
-
জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। ফাইনালে তারা...
-
নর্থ সাউথ ইউনিভার্সিটির অপহৃত প্রাক্তন শিক্ষার্থী আকিবের সন্ধান চট্টগ্রামে অপহৃত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র জুনায়েদ হোসেন আ...