এই তারকার দিনে আয় ১ কোটি
ঢাকা: তিনি বলিউডের খিলাড়ি। শূন্য থেকে শুরু করে আজ পৌঁছে গিয়েছেন সাফল্যের সর্বোচ্চ চুড়ায়। প্রতি বছর মাস ঘুরার সাথে সাথে দিচ্ছেন হিটের পর হিট।
২০১৬ তে দিয়েছেন ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর মত সুপার হিট। অক্ষয় এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’-র শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে।
কিন্তু তার পারিশ্রমিক নিয়ে আলাদা করে খবর হল। সমস্ত বি-টাউনের আনাচে কানাচে খিলাড়ি-র পারিশ্রমিক নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা যদি সত্যি হয় তা হলে খানদেরকেও পেছনে ফেলে দিবে তিনি। শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ২’-র জন্য প্রতিদিন এক কোটি টাকা পারিশ্র মিক নিচ্ছেন অক্ষয়।
এও শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’-এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা!
বলিউড ইন্ডা স্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।